প্রভাতী ডেস্ক : পূর্ণাঙ্গ কমিটি ঘোষণার ১ মাসের মাথায় চট্টগ্রাম মহানগর ছাত্রদলের নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। এ কমিটিতে মো. সাইফুল আলমকে আহ্বায়ক ও শরীফুল ইসলাম তুহিনকে সদস্য সচিব করা হয়েছে।
শনিবার (২৬ ডিসেম্বর) এই আহ্বায়ক কমিটি অনুমোদন করেন ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি ফজলুর রহমান খোকন ও সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল।
দীর্ঘ ৭ বছর পর গত ৩০শে নভেম্বর বিএনপি নেতা গাজী মো. সিরাজ উল্লাহকে সভাপতি ও স্বেচ্ছাসেবক দল নেতা বেলায়েত হোসেন বুলুকে সাধারণ সম্পাদক করে ২৭২ সদস্যবিশিষ্ট মহানগর ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। পরে এটিকে বর্ধিত করে ৫৮৪ সদস্য করা হয়েছিল।
কিন্তু এই কমিটি নিয়ে দেখা দেয় চরম অসন্তোষ। এ কমিটিতে যারা স্থান পেয়েছেন তাদের অনেকেরই ছাত্রত্ব নেই, আবার অনেকেই বিবাহিত। ফলে শনিবার রাতে ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি ফজলুর রহমান খোকন ও সাধারণ সমপাদক ইকবাল হোসেন শ্যামল ঘোষিত ৫০০ জনের এ কমিটি ভেঙে ৩৫ সদস্যের নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করেন।
নতুন এই কমিটিতে যুগ্ম আহ্বায়ক হয়েছেন, এইচএমএম আসিফ চৌধুরী লিমন, তারিকুল ইসলাম তানভীর, মোহাম্মদ সালাহ উদ্দীন সাহেদ, মো. সামিয়াত আমিন চৌধুরী জিসান, জিএম সালাহ উদ্দিন কাদের আসাদ, মো. আরিফুর রহমান মাস্টার আরিফ, জহির উদ্দীন বাবর, মোহাম্মদ আরিফুর রহমান মিঠু, শহিদুল ইসলাম সুমন, মো. সাব্বির আহমেদ, এমএ হাসান বাপ্পা, মো. রাজিবুল হক বাপ্পী, মো. মাহামুদুর রহমান বাবু, মো. ইসমাইল হোসেন, মোহাম্মদ আনাছ, মো. জাহেদ হোসেন খান জসি, মো. নূর নবী মহররম, নূর জাফর নাঈম রাহুল, মো. ফখরুল ইসলাম শাহীন।
আহ্বায়ক কমিটির সদস্য হয়েছেন- মো. নজরুল ইসলাম, মো. শামসুদ্দীন শামসু, ইমরান হোসেন বাপ্পী, মো. আবু কাউসার, শাহরিয়ার আহমেদ, আল মামুন সাদ্দাম, দেলোয়ার হোসেন শিশির, তারেক আজিজ বিপ্লব, মাহামুদুল হাসান রাজু, মো. কামরুল হাসান আকাশ, মো. এনামুল হক, আবুল হাসনাত জুয়েল, মো. আব্বাস উদ্দিন, রকি হোসেন পিচ্চি।
নতুন আহ্বায়ক কমিটির নেতৃবৃন্দকে আগামী ৯০ দিনের মধ্যে তাদের অধীনস্থ সকল ইউনিট চট্টগ্রাম বিভাগীয় টিমের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে গঠন করে কেন্দ্রীয় ছাত্রদলের কাছে পাঠানোর নির্দেশনা প্রদান করা হয়।
ছাত্রদলের কেন্দ্রীয় জ্যেষ্ঠ সহসভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবণ বলেন, দীর্ঘদিনের পরিশ্রমের ফলে আজ চট্টগ্রাম মহানগর ছাত্রদলের আহ্বায়ক কমিটি গঠিত হয়েছে। চট্টগ্রাম মহানগর ছাত্রদল বাংলাদেশের বৃহৎ একটি ইউনিট। এখানে নেতৃত্বের প্রতিযোগিতা অনেক। তারপরও চেষ্টা করেছি, ছোট একটি কমিটির মাঝে সব পক্ষকে সমন্বয় নিয়ে একটা সফল কমিটি উপহার দেওয়ার। কমিটি কেমন হয়েছে- সেটা আজ নতুন কমিটির মুভমেন্টের মধ্যে প্রকাশিত হয়েছে।
কাজী রওনকুল ইসলাম শ্রাবণ আরো বলেন, ‘এই কমিটি গঠনে আমাকে সহযোগিতা করার জন্য আমাদের সাংগঠনিক অভিভাবক জনাব তারেক রহমান, কেন্দ্রীয় সংসদের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ সুপার ফাইভ নেতৃবৃন্দ এবং চট্টগ্রাম বিভাগীয় টিমের সদস্যদেরকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি।