নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রামে জাতীয়তাবাদী ছাত্রদলের মিছিলে পুলিশি হামলা চালিয়ে ৪-৫ জন আহত এবং ৩ জন নেতাকর্মীকে আটক করার অভিযোগ করেছে জাতীয়তাবাদী ছাত্রদল চট্টগ্রাম মহানগর শাখা।
জানা যায়, রোববার (২৭ ডিসেম্বর) বিএনপির ভ্রাতৃপ্রিতম সংগঠন জাতীয়তাবাদী ছাত্রদল চট্টগ্রাম মহানগর শাখার নতুন কমিটির উদ্যোগে বিশাল অনন্দ মিছিল বের করা হয়। এ সময় পুলিশ এসে মিছিলে হামলা করে এবং এবং ৩জনকে আটক করে। হামলায় মহানগর শাখা ছাত্রদলের ১ম যুগ্ম আহ্বায়ক লিমনসহ ৪-৫জন নেতাকর্মী আহত হয়েছেন।আটককৃতরা হলেন- মোজাম্মেল হক মনজু, তহিদুল ইসলাম সুমন ও মনিরুজ্জামান।
উল্লেখ্য দীর্ঘ ১১ বছর পর চট্টগ্রাম মহানগর ছাত্রদলের ৩৫ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠিত হয়েছে। কমিটি ঘোষণার পরের দিনই চট্টগ্রাম মহানগর ছাত্রদলের নবগঠিত কমিটির আহ্বায়ক মো. সাইফুল আলম, সদস্য সচিব শরিফুল ইসলাম তুহিন ও ১নং যুগ্ম আহ্বায়ক এইচ এম এম আসিফ চৌধুরী লিমনের নেতৃত্বে সহস্রাধিক নেতাকর্মী এ আনন্দ মিছিল করেন।
এ সময় মিছিলে অংশ নেয়া নেতাকর্মীরা খালেদা-জিয়া, জিয়া-খালেদা, তারেক- রহমান স্লোগানে মুখরিত করে তোলে চট্টগ্রাম মহানগর বিএনপির কার্যালয় নসিমন ভবণের আশপাশের এলাকা। এ সময় স্টেডিয়াম এলাকা থেকে আনন্দ মিশিল টি নাসিমন ভবণের ভিতরে এসে নতুন নেতৃত্বদের বক্তৃতার মাধ্যমে প্রোগ্রাম শেষ করে।
নতুন কমিটি ঘোষণার জন্য নব কমিটির নেতৃবৃন্দ ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, মহানগর ছাত্রদলের একক দায়িত্বপ্রাপ্ত নেতা ও কেন্দ্রীয় সংসদের সিনিয়র সহ সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবণ, কেন্দ্রীয় সংসদের সভাপতি ফজলুর রহমান খোকন, সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল, সাংগঠনিক সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল ও সিনিয়র যুগ্ম মহাসচিব আমিনুর রহমান আমিনকে ধন্যবাদ জানান।
কোতোয়ালি থানার ওসি মোহাম্মদ মহসীন এ প্রসঙ্গে বলেন, মিছিল করে পার্টি অফিসে আসছিল তারা। এ সময় দু’পক্ষের মধ্যে সংঘর্ষ বাধলে সড়কে প্রতিবন্ধকতা সৃষ্টি হয়। জনমনে আতঙ্ক তৈরির অভিযোগে ৩ জনকে আটক করা হয়।