বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ৪২তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে চট্টগ্রাম মহানগর ছাত্রদলের উদ্যোগে নবগঠিত চট্টগ্রাম মহানগর ছাত্রদলের আহবায়ক কমিটির আহবায়ক মোঃ সাইফুল আলম ও সদস্য সচিব শরিফুল ইসলাম তুহিনের নেতৃত্বে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। দীর্ঘ প্রায় ৭ বছর পর নগর ছাত্রদল বিপুল উৎসাহ-উদ্দীপনায় তাদের প্রতিষ্ঠা বার্ষিকীর কর্মসূচি পালন করলো।
শনিবার (২রা জানুয়ারি) বিকালে শোভাযাত্রাটি নগরীর ষোলশহর রেল স্টেশন থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে দৈনিক পূর্বকোন অফিসের সামনে এসে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
মহানগর ছাত্রদলের আহবায়ক মোঃ সাইফুল আলম’র সভাপতিত্বে ও সদস্য সচিব শরিফুল ইসলাম তুহিনের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন – যুগ্ম আহবায়ক আসিফ চৌধুরি লিমন, জি.এম সালাউদ্দিন কাদের আসাদ, আরিফুর রহমান (মাস্টার আরিফ), জহির উদ্দিন বাবর, আরিফুর রহমান মিঠু, শহিদুল ইসলাম সুমন, সাব্বির আহমেদ, এম.এ হাসান বাপ্পা, রাজিবুল হক বাপ্পি, মাহমুদুর রহমান বাবু, ইসমাইল হোসেন, মোহাম্মদ আনাস, জাহিদ হোসেন খান জসি, নূর নবী (মহররম), নুর জাফর নাঈম রাহুল ও ফখরুল ইসলাম শাহীন, কমিটির সদস্য নজরুল ইসলাম, শামসুদ্দিন (শামসু), ইমরান হোসেন বাপ্পি, আবু কাউসার, শাহরিয়ার আহমেদ, আল মামুন সাদ্দাম, দেলোয়ার হোসেন শিশির, তারেক আজিজ বিপ্লব, মামুদুল হাসান রাজু, কামরুল হাসান আকাশ, এনামুল হক, আবুল হাসনাত জুয়েল, আব্বাস উদ্দিন ও রকি উদ্দিন পিচ্চি সহ প্রমুখ নেতৃবৃন্দ।
নগর ছাত্রদলের আহ্বায়ক সাইফুল আলম বলেন, ‘মোশাররফ হোসেন দীপ্তি ও আহমদুল আলম চৌধুরী রাসেলের পরের ছাত্রদল এমন কর্মসূচি দেখাতে পারেনি। দল আমাদের ওপর আস্থা রেখে দায়িত্ব দিয়েছে, আমরা চেষ্টা করছি সবাইকে মাঠে সক্রিয় করতে’।
নগর ছাত্রদলের সদস্য সচিব শরিফুল ইসলাম তুহিন বলেন, বন্ধ্যা নেতৃত্বের কারণে ছাত্রদল এতোদিন কাজির দেউড়ী থেকে পার্টি অফিস পর্যন্ত সীমাবদ্ধ ছিল। আমরা ছাত্রদলের প্রতিটি নেতাকর্মীকে পড়ার টেবিলের পাশাপাশি রাজপথে সক্রিয় রাখবো।
যুগ্ম আহ্বায়ক ফখরুল ইসলাম শাহীন বলেন, অছাত্রদের হাত থেকে ছাত্রদের হাতে ছাত্রদলের নেতৃত্ব আসার সুফল হলো প্রতিষ্ঠা বার্ষিকীর এই বর্ণ্যাঢ্য শোভাযাত্রা। নতুন আহ্বায়ক কমিটিতে আস্থা রেখে প্রতিটি থানা-ওয়ার্ড থেকে নেতাকর্মীরা স্বতস্ফুর্তভাবে কর্মসূচিতে অংশ গ্রহণ করেছে।
উল্লেখ্য, ১লা জানুয়ারি ছিল বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ৪২তম প্রতিষ্ঠা বার্ষিকী। প্রতিষ্ঠা বার্ষিকীতে কেন্দ্রীয় সংসদের নেতৃবৃন্দ ভার্চুয়ালি সব ইউনিট নেতাদের সাথে বৈঠক করেন। বৈঠকে ২রা জানুয়ারি সারা দেশে শোভাযাত্রার কর্মসূচি ঘোষণা করে। কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে চট্টগ্রাম নগর ছাত্রদলের নব গঠিত আহ্বায়ক কমিটির আহ্ববায়ক মো. সাইফুল আলম ও সদস্য সচিব শরিফুল ইসলাম তুহিনের নেতৃত্বে শোভাযাত্রা বের করে।