নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনের আগেই রদবদল হলো সিএমপির ৫ থানার ওসি। নির্বাচন কমিশনের নির্দেশে এ রদবদল করা হয়েছে বলে নগর পুলিশ কমিশনার সালেহ মোহাম্মদ তানভীর জানিয়েছেন।
সোমবার জারি করা এ আদেশে চট্টগ্রামের কোতোয়ালি থানার আলোচিত ওসি মোহাম্মদ মহসিনকে ডবলমুরিং থানায় বদলি করে তার স্থলাভিষিক্ত করা হয়েছে বাকলিয়া থানার ওসি নেজাম উদ্দিনকে, ডবলমুরিং থানার ওসি সদীপ কুমার দাশকে সংযুক্ত করা হয়েছে পুলিশ কমিশনার কার্যালয়ে, চকবাজার থানার ওসি রুহুল আমিনকে বাকলিয়া থানায়, চান্দগাঁও থানার ওসি আতাউর রহমান খন্দকারকে চকবাজার থানায় বদলি এবং গোয়েন্দা পুলিশের পরিদর্শক মোস্তাফিজুর রহমানকে চান্দগাঁও থানায় পদায়ন করা হয়েছে।
বেশ কিছু দিন ধরে চট্টগ্রামের বিভিন্ন থানায় ওসি রদবদলের বিষয়টি আলোচনায় ছিল। তবে সিটি নির্বাচনের তারিখ ঘোষণায় সেটি ধামাচাপা পড়লেও আগামী ২৭ জানুয়ারি ভোটগ্রহণ সামনে রেখে চট্টগ্রামের গুরুত্বপূর্ণ থানাগুলোর ওসি রদবদল করা হয়।
সিএমপি কমিশনার সালেহ মোহাম্মদ তানভীর গণমাধ্যমকে বলেন, “নির্বাচনকালীন সময়ে রদবদলের বিষয়টি নির্বাচন কমিশনের হাতে। তাদের নির্দেশে এ বদলি আদেশ দেওয়া হয়েছে।”
সিটি করপোরেশন নির্বাচনকে কেন্দ্র করে গত ১২ই জানুয়ারি ২৮ নম্বর পাঠানটুলি ওয়ার্ডের মোগলটুলি এলাকায় দুই কাউন্সিলর প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে ১জন নিহত ও কয়েকজন গুলিবিদ্ধ হয়। গ্রেপ্তার করা হয় আওয়ামী লীগের বিদ্রোহী কাউন্সিলর প্রার্থী সাবেক কাউন্সিলর আব্দুল কাদেরকে।
বদলি হওয়া ওসিদের মধ্যে বিভিন্ন কারণে আলোচিত ছিলেন কোতোয়ালী থানার ওসি মোহাম্মদ মহসিন। পাড়া-মহল্লা-মসজিদে গিয়ে সাধারণ মানুষের কথা শোনার জন্য ‘হ্যালো ওসি’ নামে একটি প্রক্রিয়া চালু করেছিলেন তিনি। পাশাপাশি কিশোর গ্যাং এর সাথে আলোচনা, করোনাকালীন সময়ে মানুষের বাসায় বাজার পৌঁছানোসহ নানা কারণে আলোচিত ছিলেন তিনি।